আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সদ্য সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস। গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৮৬ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
