আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কনকারেন্ট অডিট পারফরম্যান্স অ্যাওয়ার্ড

অভ্যন্তরীণ পরিদর্শন ও নিরীক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে কনকারেন্ট অডিটরদের অ্যাওয়ার্ড দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ২০১৬ সালের পারফরম্যান্সের ভিত্তিতে আটজন অডিটরকে অ্যাওয়ার্ড প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ্ এবং পরিচালক আবদুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মুহাম্মদ মাহমুদুল হক প্রমুখ।