Print Date & Time : 8 July 2025 Tuesday 2:47 am

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে বিভিন্ন শাখায় বৈদেশিক বাণিজ্য বিভাগে কর্মরত কর্মকর্তাদের নিয়ে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর ফর হ্যান্ডলিং রেডি মেড গার্মেন্টস বিজনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে কোর্সে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. আবদুল্লাহ আল মামুন এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি