আল-আরাফাহ্ ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম মহিলা কলেজে ক্যান্টিন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অর্থায়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের নবনির্মিত ক্যান্টিন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক ও তার সহধর্মিণী মেশকাত মোকাররমা খানম পাপড়ি এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আক্তার নূর। বিজ্ঞপ্তি