আল-আরাফাহ্ ব্যাংকে সুকুক বিষয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে দিনব্যাপী ‘সুকুক ইস্যুয়েন্স ইন বাংলাদেশ: কনসেপ্ট, স্ট্রাকচারিং অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এসএম জাফর ওই ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন। প্রোগ্রামে ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্সের গবেষক মেজবাহ উদ্দিন আহমেদ রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল আউয়াল সরকার। বিজ্ঞপ্তি