আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ও ডেটোনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি রেমিট্যান্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেটোনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি, যা হ্যালো পয়সা নামে পরিচিত। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিট্যান্স দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে ওই রেমিট্যান্স সেবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, হ্যালো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুসা মাঞ্জরা এবং গ্লোবাল রিলেশনশিপ অফিসার ফজলুল ফয়েজ উল্লাহ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
