আশরাফুলের ২১তম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: আগের ম্যাচেই স্বরূপে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ইনিংস বড় না করতে পারার আক্ষেপ থেকে গিয়েছিল বরিশাল বিভাগের তারকা এ ব্যাটসম্যানের। তবে জাতীয় লিগের টায়ার-২ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে গতকাল ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে সাবেক এ অধিনায়ক খেলেন দুর্দান্ত। অনেকটা ওয়ানডে স্টাইলে তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি। এরপরও থামেনি তিনি। দেড়শ রানে অপরাজিত ছিলেন। তাতে বরিশাল পেয়ে যায় বড় সংগ্রহ। কিন্তু এ ম্যাচের তিন দিন বৃষ্টির পেটে চলে যাওয়ায় হয়নি কোনো ফলাফল। ড্র মেনে নিতে হয়েছে দু’দলকেই।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগের টায়ার-২’র ম্যাচের চতুর্থ দিন ব্যাট করতে নেমে বরিশাল ৫ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে। আশরাফুল অপরাজিত ছিলেন ১৫০ রানে। তার ইনিংসে ছিল ১৬টি দৃষ্টিনন্দন চারের মার।

গতকাল শাহরিয়ার নাফিসকে নিয়ে ওপেনিং জুটিতে আশরাফুল ৫৬ রানের দারুণ ভিত এনে দেন বরিশালকে। এরপর শাহরিয়ার (১৬) ফিরে গেলেও ফজল মাহমুদকে নিয়ে দলকে টেনে নেন অ্যাশ। গড়ে তোলেন ৪৩ রানের জুটি। এর কিছুক্ষণ পরই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। তবে আশরাফুল এক প্রান্ত আগলে থেকে দলকে এগিয়ে নেন। এরই এক পর্যায়ে ইনিংসের ৫০তম ওভারে করা ইলিয়াস সানির প্রথম বলে চার হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। এজন্য তিনি খেলেন ১৩৫ বল। চার হাঁকান ১৩টি।

সেঞ্চুরির পরও থামেননি আশরাফুল। নিজের সঙ্গে দলের ইনিংস বড় করতে চেষ্টা চালান। সে পথ ধরে এ ডানহাতি ২০৪ বলে ১৬ চারের সৌজন্যে পৌঁছে যান দেড়শ রানে। ঠিক সে সময়ই ৫ উইকেটে ৩১২ রানে বরিশাল অধিনায়ক ইনিংস ঘোষণা করেন।

বৃষ্টির কারণে আগের তিন দিনে বগুড়ায় একটি বলও গড়াতে পারেনি। তাই ম্যাচটি যে ড্র হবে জানাই ছিল সবার। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। তবে সেঞ্চুরি তুলে নিজেকে ফের প্রমাণ করেছেন আশরাফুল।