Print Date & Time : 5 July 2025 Saturday 2:00 am

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

শেয়ার বিজ ডেস্ক: আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

ট্রাইব্যুনালের ইতিহাসে বিরলভাবে এ মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সকালে এই মামলায় গ্রেপ্তার ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, যাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারা সরাসরি এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানোর চেষ্টাও করেন।

একই দিনে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় অভিযুক্ত জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন, গুম এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।

এছাড়া, আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে আজকের মধ্যেই। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এসব মামলার বিচারিক কার্যক্রম নতুন মোড় নিতে যাচ্ছে এবং ভবিষ্যতে এমন উচ্চ-প্রোফাইল মামলাগুলো সরাসরি সম্প্রচার নিয়মিত করা হতে পারে—জনস্বার্থে

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হতে পারে।