Print Date & Time : 8 August 2025 Friday 11:50 am

আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার বিজ প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ার নরসিংহপুরে নিট এশিয়া নামে একটি পোশাক কারখানার কর্মকর্তাকে অপসারণের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। পাশাপাশি শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা করে বিক্ষোভও করেছেন তারা। গতকাল রোববার সকাল থেকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানান।

বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, তিন দিন আগে কোনো কারণ ছাড়াই কারখানার পিএম তারেক হোসেনকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেন জিএম মো. বাশারত। পরে গতকাল রোববার সকালে তারেক পুনরায় কাজে যোগ দিতে চাইলে কারখানা কর্তৃপক্ষ জোরপূর্বক তাকে বের করে দেয়।

ঘটনাটি কারখানায় জানাজানি হলে শ্রমিকরা জিএম বাশারতের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তার অফিসকক্ষেও ভাংচুর চালান। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে জিএমকে অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের সেøাগান দিতে থাকেন। পাশাপাশি সমস্যা সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি উচ্চারণ করা হয়।