Print Date & Time : 28 August 2025 Thursday 11:04 am

আশুলিয়ায় ঝুট গুদামে আগুন

 

শেয়ার বিজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বিডিনিউজ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ মিয়া জানান, আশুলিয়ার গাজীরচট এলাকায় স্বপন ও আকন নামে দুই ভাইয়ের টিনের ঘরের ঝুটের গুদামে আগুন লাগে। রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে টিনের তৈরি গুদাম ঘরটি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে গুদামে আগুন লাগলে আতঙ্কে আশপাশের বাসিন্দারা ঘর থেকে ছুটাছুটি করে বের হয়ে আসার সময় প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।