Print Date & Time : 4 August 2025 Monday 6:01 pm

আশুলিয়ায় বকেয়া বেতন দাবিতে মানববন্ধন

 

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় খায়া তাইগা (জে.ভি) বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্পের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

তারা জানান, গত বছরের ডিসেম্বরে আশুলিয়ার চারাবাগ এলাকায় প্রায় ৩০০ শ্রমিক নিয়ে এ কারখানা চালু হয়। এরপর এক মাসের বেতন পরিশোধ করলেও পরে দুই মাসের শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। শ্রমিকরা এজন্য তাগাদা দিলেও নানা তালবাহানা করে আসছিল কারখানার পরিচালক আবদুর রহমান রাজ্জাক ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ ইকবাল। সর্বশেষ গত দশ দিন আগে বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। ওই দিন থেকে কারখানা তালাবদ্ধ রেখে লাপাত্তা হয়েছে মালিকপক্ষ।