Print Date & Time : 2 August 2025 Saturday 8:20 pm

আসছে ইনফিনিক্স হট ৮

খ্যাতনামা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। এর হট সিরিজের পোর্টফোলিওতে যুক্ত হচ্ছে ইনফিনিক্স হট ৮। ফোনটিতে রয়েছে বড় ব্যাটারি, বড় ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা। চার গিগাবাইট র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এতে। এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। দাম সাত হাজার ৪৭ টাকা। ১ নভেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে অনলাইন শপিং ওয়েবসাইট দারাজ ডটকমে।

হট ৮-এ রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি। ছয় দশমিক ছয় ইঞ্চির এইচডি প্লাসের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সংবলিত ফোনটিতে ব্যবহারকারীরা ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত উপভোগ করতে পারবেন।

ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। রয়েছে দুই দশমিক পাঁচ ইঞ্চির কার্ভড গ্লাস প্রোটেকশন। এতে ব্যবহƒত হয়েছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। বাড়তি সুরক্ষার জন্য ফোনটির পেছনে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

ইনফিনিক্স মোবিলিটির কান্ট্রি হেড জো হু বলেন, হট সিরিজের লক্ষ্য মোবাইল ফোনের সেরা সুবিধা দিয়ে সীমাহীন বিনোদন অভিজ্ঞতা উপহার দেওয়া।