Print Date & Time : 22 July 2025 Tuesday 7:43 am

আসছে বিতর্কিত ছবি ‘৩৬৫ ডেইজ’র দুটি সিকুয়েলে

শোবিজ ডেস্ক: নেটফ্লিক্সে মুক্তি পাওয়া পোল্যান্ডের সিনেমা ‘৩৬৫ ডেইজ’ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। শত বিতর্কের মাঝেও আসছে ‘৩৬৫ ডেইজ’র সিকুয়েল। তাও একটি নয়, দুটি সিকুয়েলের কাজ চলছে।

ডেডলাইনের সূত্রে জানা গেছে, দুটি সিকুয়েলেই গতবারের মতো এবারও থাকছেন মাইকেল মোরন, আনা-মারিয়া সিক্লুকা এবং ম্যাগডালেনা লামপারস্কা। নতুন যোগ হচ্ছেন সিমোন সুসিনা।

‘৩৬৫ ডেইজ’ পোলিশ লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলজি’ বইয়ের অবলম্বনে তৈরি করা ‘ইরোটিক ড্রামা’ ঘরানার সিনেমা। পুরো বিশ্বের সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি হলেও অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন। এক নারীকে বন্দী করেন এক গ্যাংস্টার, এরপর সেই নারী প্রেমে পড়েন সেই গ্যাংস্টারের।

রোমান্সের আড়ালে ‘স্টকহোম সিন্ড্রোম’ এবং যৌন হয়রানির বিষয়টি উস্কে দেয়া হয়েছে বলে মনে করেছেন সমালোচকরা। ‘স্টকহোম সিন্ড্রোম’ হলো এক ধরণের বিশেষ মানসিক পরিস্থিতি যখন কোনো ভুক্তভোগী ব্যক্তি অপরাধীর প্রতি সহানুভূতি প্রকাশ করতে শুরু করে। ইয়াহু মুভিজ