চঞ্চল রহমান: অনুশীলনের চেয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বেশি উপকৃত হন ক্রিকেটাররা। যে কারণে কোনো মেগা ইভেন্টের আগে সব দলই চায় ২২ গজে ব্যাট-বলে ঝড় তুলতে। দ্বাদশ বিশ্বকাপের ‘আসল’ লড়াইয়ের আগে সে সুযোগ দুবার পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু গত পরশু পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে নামতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। তবে আজ শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হতে মরিয়া স্টিভ রোডসের শিষ্যরা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে। সরাসরি দেখা যাবে গাজী টিভিতে।
প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে ক্রিকেটারদের বেশি চাওয়া ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেওয়া। যা গত পরশু পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। সেটাই আজ ভারতের বিপক্ষে কার্ডিফের সোফিয়া গার্ডেনে সুদ-আসলে পুষিয়ে নিতে চায়। যে মাঠে টাইগারদের আবার রয়েছে সুখস্মৃতিÑযা দিচ্ছে বাড়তি প্রেরণা।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে এরই মধ্যে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচে ট্রেন্ট বোল্টের তোপে বিশ্বসেরা দলটির ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। সে সুযোগে কিউইরা ভারতকে হারিয়ে দেয় ৬ উইকেটে। যে ফল আজ বাংলাদেশকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ভারতকে একবার হারিয়েছে বাংলাদেশ। ঘটনাটি ছিল ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। যে ম্যাচে মাশরাফি বিন মুর্তজার আগুনঝরা বোলিংয়ে সহজ লক্ষ্যমাত্রা পেয়েছিল টাইগাররা। জবাব দিতে নেমে শুরুতেই ঝড় তোলেন তামিম। পরে তার দেখানো পথে হেঁটে সহজেই জয় ছিনিয়ে নেয় টাইগাররা। আজ কার্ডিফে সে দলটির বিপক্ষে নামার আগে ১২ বছর আগের সেই সুখস্মৃতিই অনুপ্রেরণা জোগাচ্ছে রোডস শিষ্যদের।
এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৬ বার। তার মধ্যে টাইগাররা জিতেছে মাত্র ৬টি ম্যাচে। হেরেছে ২৮টিতে। ফল হয়টি দুটি ম্যাচে। সর্বশেষ দু’দলের দেখায় স্টিভ রোডসের শিষ্যরা হতাশা নিয়েই ফিরেছিল। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা মাশরাফি বিন মুর্তজার দল সেটি বেশ আগেই ভুলে গেছে। তাই আজ প্রতিবেশী দেশটির বিপক্ষে এক অন্যরকম বাংলাদেশকে দেখতে পাবে ক্রিকেট বিশ্ব!
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের চোট। যদিও তারা মোটামুটি সুস্থ। তারপরও বিশ্বকাপের ‘আসল’ লড়াইয়ের কথা মাথায় রেখে টাইগার টিম ম্যানেজমেন্ট তাদের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না। এদিকে আজ তামিম ইকবালকেও বিশ্রামে রাখার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না হলেও মোসাদ্দেক, সাব্বির, রুবেল হোসেনরা খুব করেই চাইছেন আজ ভারতের মুখোমুখি হতে। কেননা, বিশ্বকাপের মূল ম্যাচের একাদশে জায়গা পেতে ওই তিন ক্রিকেটারের মধ্যে শুরু হয়েছে অন্যরকম এক লড়াই। কিন্তু কোচ রোডস মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের শুরুর সম্ভাব্য একাদশে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের প্রভাব পড়বে না খুব একটা, ‘কোনো সমস্যা নয়, খেলা না হওয়া। ভারতের বিপক্ষেও খেলা হোক বা না হোক, আমরা জানি কি করতে হবে। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একাদশ কেমন হবে, আমরা মোটামুটি তা চূড়ান্ত করেই রেখেছি।’