Print Date & Time : 10 July 2025 Thursday 3:53 pm

আসামী গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম শেষে বিক্ষোভ

প্রতিনিধি, রাজবাড়ী: গত মঙ্গলবার রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানভীর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তানভীরের বন্ধু ও সহপাঠাদের আয়োজনে এই কর্মসূচি পালণ করা হয়। বুধবার দাফনের পর দ্রæত আসামীদের গ্রেফতারের দাবীতে ৪৮ ঘন্টায় আলিন্টমেটাম দেয় নিহত আনভীর ও তার সহপাঠীরা।

সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে নিহত তানভীরে সহপাঠী তাহসীণ বিন তামিম, জিহাদ, নবীণ, সিয়ামসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।বিক্ষোভে যোগ দিয়ে তানভীরের মা পপি আক্তার দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি করেন। রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।