Print Date & Time : 8 September 2025 Monday 1:50 pm

আসাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত  

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। খবর: দ্য সেন্টিনেল আসাম।

নিহত ওই বাংলাদেশির নাম ফরিদুল ইসলাম। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বাসিন্দা।

আসামের স্থানীয় সংবাদমাধ্যটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালের রোববার সকালের দিকে মাকচর সীমান্ত বেড়ার ওপর দিয়ে বাঁশের ক্রেইনে করে গরু পাচারের চেষ্টা করেন কয়েক বাংলাদেশি।

এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেওয়া চেষ্টা করে। এর এক পর্যায়ের বিএসএফের কর্মকর্তারা গুলি চালালে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান বলে জানিয়েছে বিএসএফ।