Print Date & Time : 11 September 2025 Thursday 10:34 am

আসেনসিওতে রক্ষা রিয়ালের

ক্রীড়া ডেস্ক: দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ অবশেষে পয়েন্ট হারালো। লা-লিগার দ্বিতীয় রাউন্ডে এসেই ধাক্কা খেলো জিনেদিন জিদানের শিষ্যরা। মিডফিল্ডার আসেনসিওর শেষ মুহূর্তে করা গোলে নিজেদের মাঠে হারের লজ্জা থেকে রক্ষা পায় তারা। পরশু রাতে সান্তিয়াগো বার্নাবুতে অতিথি ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় রিয়াল। ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে স্বাগতিকরা। যতটা সম্ভব বল নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল রিয়ালের খেলোয়াড়রা। নিয়মিত আক্রমণও চালিয়েছে ভ্যালেন্সিয়ার দুর্গতে। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটেই দলকে এগিয়ে দেন রিয়ালের নতুন আবিষ্কার মার্কো আসেনসিও। ডি বক্সের বাইরে থেকে ভ্যালেন্সিয়ার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নেওয়া শট সরাসরি জায়গা করে নেয় প্রতিপক্ষের জালে। বল জালে জড়ানোর সময় জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই যেন করার ছিল না গোলরক্ষকের।

তবে খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ভ্যালেন্সিয়া। বাঁ-দিক থেকে ডিফেন্ডার লাতোর ক্রস থেকে পাওয়া বল থেকে গোল করে স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। স্কোরলাইন হয় ১-১। ম্যাচের ৩৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। তবে পাল্টা আক্রমণে বেনজেমার শট আটকে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দেয় দু’দলই। দু’দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখা যায়। ম্যাচের ৭৭ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যু যেন নিস্তব্ধ হয়ে যায়। ফরাসি মিডফিল্ডার কোনদোগবিয়ার করা গোলে এগিয়ে যায় সফরকারীরা। এবারও দলের ত্রাণকর্তা হিসেবে ফেরেন আসেনসিও। ৮২ মিনিটে ডান দিক থেকে কোণাকুণি ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের শেষদিকে রিয়াল হয়তো জয়টা পেয়ে যেতে পারতো, যদি বেনজেমা সহজ একটি সুযোগ হাতছাড়া না করতো। আসেনসিওর জোরালো শট একজনের পায়ে লাগার পর ফাঁকায় পেয়ে যান বেনজেমা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন ফরাসি এই তারকা।