Print Date & Time : 20 August 2025 Wednesday 4:07 am

আস্থা ফেরাতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা জরুরি: ডিবিএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ও তথ্যনির্ভর লেখনির গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি দৃঢ়ভাবে বলেন, ‘শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে সাংবাদিকদের ইতিবাচক লেখনির মাধ্যমেই।’

সোমবার (৩০ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফল উৎসব ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম তার বক্তব্যে বিগত ১৫ বছরে শেয়ারবাজারে ঘটে যাওয়া অনিয়মগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার জন্য সিএমজেএফ-এর সাংবাদিকদের প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সবসময় বাজারের মঙ্গল চেয়েছেন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।

ডিবিএ সভাপতি আরও বলেন, অনেকেই প্রশ্ন করেন, বাজার কবে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনার মাধ্যমেই এই বাজারে আস্থা ফিরবে। বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হবে।Stock market alerts

তিনি জোর দিয়ে বলেন, বাজার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জন। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারে কেবল দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও আশাব্যঞ্জক সাংবাদিকতা।

দেশীয় ফলকে কেন্দ্র করে আয়োজিত উৎসব সম্পর্কে তিনি বলেন, ফল উৎসব যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি বাজারে ভালো কোম্পানি আসলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। তবে দুর্বল কোম্পানিগুলো বাজারে এলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়।

হাস্যরসের ছলে তিনি বলেন, পেরাভান্ডার, মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার—এসব প্রতিষ্ঠানের কোনো শাখা নেই, মালিক নিজে দাঁড়িয়ে ব্যবসা করেন। তেমনি আমাদের বাজারেও দায়বদ্ধতা ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর ফল উৎসবের পাশাপাশি ‘রসমালাই উৎসব’ আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া। সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

মিনহাজ মান্নান ইমন বলেন, “গত ১৫ বছর ধরে পুঁজিবাজার বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন সাংবাদিকরা। আইপিও নিয়ে অনিয়মসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহসিকতার সঙ্গে তথ্য প্রকাশ করেছেন, যা বাজারকে শুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য এ ধরনের আয়োজনকে অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন এবং সিএমজেএফকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএ সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ, পরিচালক দিদার গনি প্রমুখ। সবার অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের মৌসুমি ফল পরিবেশন করা হয়। উচ্ছ্বসিত আমেজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।