Print Date & Time : 10 September 2025 Wednesday 12:58 am

‘আহতদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। যেখানে যত অর্থ লাগবে, বাইরে থেকে যে ওষুধ কিনতে হচ্ছে, সেটাও সরকার দিচ্ছে। গতকাল সোমবার বেলা সোয়া ৩টায় বিএম ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন। মরদেহগুলোর মধ্যে ২২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কোনো ওষুধ ও খাবার সংকট নেই। চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছু ব্যবস্থাও করা হবে। খবর পাওয়ার সঙ্গে এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুজন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চারজন এবং রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনী উন্নত চিকিৎসার জন্য সাতজনের দায়িত্ব নিয়েছে, তার মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হয়তো শতভাগ আমরা সংশোধন হতে পারি না। প্রতিদিন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।