প্রতিনিধি, মুন্সীগঞ্জ : আন্তর্জাতিক মানের স্পেশালাইজড মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। গতকাল শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর আহছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্র প্রাঙ্গণে তিনি প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।