Print Date & Time : 5 August 2025 Tuesday 4:29 am

আড়াই কোটি টাকার বন্ডেড পণ্যসহ পাঁচ কাভার্ডভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক: বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার পণ্য সুবিধার অপব্যবহারের পণ্যসহ পাঁচটি কাভার্ডভ্যান জব্দ করেছে প্রিভেন্টিভ টিম। এছাড়া একটি গুদাম সিলগালা করা হয়। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উপ-কমিশনার মো. মেহেবুব হকের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চকবাজারের মোর্শেদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় কারখানার ভেতরে গোপন গুদামে বন্ডেড সুবিধায় আমদানি ও অবৈধভাবে বিক্রয়ের লক্ষ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিওপিপি ফিল্ম ও সিপিপি ফিল্ম পাওয়া যায়। এসব পণ্য আমদানি বা মজুদের সপক্ষে প্রতিষ্ঠান বৈধ কোনো দলিলাদি দেখাতে পারেনি বলে গুদামটি সিলগালা করা হয়। এছাড়াও ১১২ রোল বিওপিপি ফিল্ম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উপ-কমিশনার ফখরুল আমিন চৌধুরীর নেতৃত্বে অপর একটি টিম ভোররাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন পয়েন্ট থেকে বন্ডেড চোরাই পণ্য পরিবহন ও খালাসকালে পিপি দানা বোঝাই পাঁচটি কাভার্ডভ্যান আটক করা হয়। এসব পণ্য বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠানের ওয়্যারহাউজ থেকে অবৈধ অপসারণ করে খোলাবাজারে বিক্রির জন্য পুরান ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। আটক পণ্যের মূল্য প্রায় আড়াই কোটি টাকা; যার বিপরীতে আদায়যোগ্য শুল্ককর প্রায় এক কোটি ২০ লাখ টাকা। প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।