Print Date & Time : 6 July 2025 Sunday 10:45 am

‘আয়রন ম্যান’কে নিয়ে ঢাকায় আয়োজন

শোবিজ ডেস্ক: ‘আয়রন ম্যান’খ্যাত টনি স্টার্ককে নিয়ে ঢাকায় করা হয়েছে ভিন্ন ধরনের আয়োজন। এটি হচ্ছে ‘টনি স্টার্ক হ্যাজ অ্যা হার্ট’ নামের আর্ট প্রতিযোগিতা। এরই মধ্যে এতে অংশ নিয়েছেন আয়রন ম্যানের বাংলাদেশি ভক্তরা। আর এটি নিয়ে একটি তথ্যচিত্র পাঠানো হবে ?এ সুপারহিরো চরিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওতে। পুরো বিষয়টি আয়োজন করেছে ফ্যাশন অ্যাকসেসরিজ হাউজ ‘এল আমর’। প্রতিষ্ঠানটির কর্ণধার রাকিবুল আজম বলেন, এরই মধ্যে টনি স্টার্ক নিয়ে বেশকিছু চিত্রকর্ম জমা পড়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর গ্র্যান্ড ফিনালে হবে। তিনি আরও বলেন, শুধু ফ্যাশন অ্যাকসেসরিজ বিক্রির মাঝেই আমরা থেমে নেই। তরুণ ও তারুণ্য নিয়ে কাজ করছি। তাদের সৃষ্টিশীলতা তুলে ধরতেই এ প্রতিযোগিতা। পুরো আয়োজন নিয়ে আমরা একটি তথ্যচিত্র তৈরি করব, যা ‘বাংলাদেশ ফ্যান গ্রুপ’-এর পক্ষ থেকে আমরা মার্ভেল স্টুডিওতে পাঠাব। আশা করছি, এ কাজ তাদের ও টনি স্টার্কের ভালো লাগবে। ইতোমধ্যে অংশগ্রহণকারীরা তাদের টনি স্টার্ককে নিয়ে আর্টওয়ার্ক বা শিল্পকর্ম তৈরি করেছে। হাতে আঁকা ছবি কিংবা কম্পিউটারে করা ডিজাইন দিয়ে তারা তাদের প্রিয় হিরোর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। বিচারকের বিবেচনায় প্রতিযোগিতা সর্বমোট ২৫০টি আর্টওয়ার্কে মধ্যে ৪০টি বাছাই করা হয়েছে। এগুলো নিয়ে এখন ভোটপর্ব অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন কার্টুনিস্ট মোর্শেদ মিশু।