আয়োজক শহর দুবাই

শেয়ার বিজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হবে। কপ-২৭ সম্মেলন শেষ হওয়ার আগে আয়োজক শহর দুবাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। খবর: সিএনএন।

গত সপ্তাহে দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম এক টুইট বার্তায় বলেন, ২০২৩ সালে কপ-২৮ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করা হয়েছে। সম্মেলন সফল করতে আমাদের সব সক্ষমতা কাজে লাগাব। ধরণীকে সুরক্ষায় বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের প্রতি ভবিষ্যতেও অঙ্গীকারবদ্ধ থাকবে আমিরাত।

দুবাইয়ের শিক্ষা ও সংস্কৃতির বিভাগের প্রধান মারজান ফারাইদুনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিশ্বব্যাপী আলোচ্যসূচির শীর্ষে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জন্যও এটি অগ্রাধিকার। এ সম্মেলনের আয়োজক হতে পেরে আমরা গর্বিত। দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ এ ধরনের বড় সম্মেলন আয়োজন করবে। পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেকভুক্ত দেশে তৃতীয়বারের মতো কোনো বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে ওপেকের সাবেক সদস্য এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০১২ সালে জলবায়ু সম্মেলন হয়েছে।