আয়-সম্পদ বেড়েছে ইউনাইটেড পাওয়ারের

শেয়ার বিজ: চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ পয়সা বেড়েছে। এছাড়া শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে কোম্পানিটির।

তথ্যমতে, চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ২ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময় এটি ২ টাকা ৮৩ পয়সা ছিল।

একইসঙ্গে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বেড়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৪ টাকা ১৭ পয়সা। এটি গত জুনে ছিল ৪১ টাকা ২২ পয়সা। অর্থাৎ গত তিন মাসে এনএভি বেড়েছে ২ টাকা ৯৫ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। এটি গত বছর একই সময় ছিল ২ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ বেড়েছে  ৪ পয়সা।