আ জ ম নাছিরের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা বলেন, মরহুমা জীবদ্দশায় তার সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্থক হয়েছেন। তার মৃত্যুতে এ জনপদ একজন মহীয়সী নারীকে হারিয়েছে।

চেম্বার প্রেসিডিয়াম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে সাবেক মেয়রের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে যারা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাদের আশ্রয় ও জোগানদাতা এবং সব মুক্তিযোদ্ধাদের জননী ছিলেন এ মহীয়সী নারী। তার মৃত্যুতে আমরা মা হারা হলাম। মেয়র মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।