আ.লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ডাকা এ কর্মসূচি বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে, চলবে ৫টা পর্যন্ত। এতে অংশ নিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গুলিস্তান এলাকায়।

সরজমিনে দেখা গেছে, বুধবার ১২টার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় ও এর আশপাশের মিছিল ও স্লোগান দিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা দলের কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে এসে অবস্থান করেন।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগের নেতারা সমাবেশ স্থলে রয়েছেন। তারা বলেছেন, বিএনপি যাতে সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তারা সতর্ক অবস্থানে থেকেই সমাবেশে আসছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

রাজধানী ঢাকায় সমাবেশ করে বুধবার ‘সরকার পতনের এক দফা’ দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি। এর বিপরীতে রাজপথে কড়া অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এদিকে, ঢাকা মহানগর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠনের নেতাকর্মীও যোগ দিচ্ছেন।

রাজনৈতিক এই কর্মীসূচিকে ঘিরে রাজধানীতে গণপরিবহন সংকট ব্যাপক। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্য চলাচলকারীরা।