Print Date & Time : 28 August 2025 Thursday 6:00 pm

আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল

শেয়ার বিজ ডেস্ক : আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা।

আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন ছাত্র-জনতা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি।

সমাবেশ মঞ্চে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এছাড়া ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ সিবগা, ফরহাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন।

মঞ্চ থেকে স্লোগান দেয়া হচ্ছে, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ, ‘লীগ ধর জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠে।