Print Date & Time : 27 August 2025 Wednesday 5:01 pm

আ.লীগ নিষিদ্ধের মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত জনগনের: মঈন খান

শেয়ার বিজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা না সে সিদ্ধান্ত নেয়ার মালিক বিএনপি নয়; সিদ্ধান্ত নিবে দেশের মানুষ, নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (৯ মে) সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, প্রতিনিধিদলের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি।

আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কীভাবে আসবে সে বিষয়ে নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে যত শিগগিরই নির্বাচন হবে ততই মঙ্গল হবে বলেও মন্তব্য করেন মঈন খান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।