Print Date & Time : 19 August 2025 Tuesday 1:07 pm

ইউআইইউতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত

 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তিবিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি-২০২৪) শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম রিজওয়ান খান, ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং আইসিডিআরইটি সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি