আইসি লেআউট ডিজাইন সেক্টরে দক্ষ প্রকৌশলী বিকাশের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইইই বিভাগের ভিএলএসআই ট্রেইনিং একাডেমির (ভিটিএ) উদ্যোগে এবং ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতায় ‘প্রোফেশনাল ভিএলএসআই ট্রেইনিং’ প্রোগ্রাম গতকাল ইউআইইউ ক্যাম্পাসে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উলকাসেমি লিমিটেডের সিই এনায়েতুর রহমান, বিবিএল গ্রুপ নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও শাখাওয়াত হোসেন এবং ডিএসআই থেকে ইশরাক তাশদিদ স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান। সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. আবুল কাশেম মিয়া। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 11:20 pm
ইউআইইউতে ‘প্রোফেশনাল ভিএলএসআই ট্রেইনিং’ উদ্বোধন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: