ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্প্রিং সেশনের আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে নতুন ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত শুক্রবার ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে ইউআইইউ’র ওপর একটি প্রেজেন্টেশন দেন ইউআইইউ সিএসই বিভাগের অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 September 2025 Monday 7:11 pm
ইউআইইউতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
করপোরেট কর্নার ♦ প্রকাশ: