ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউআইইউর উপাচার্য পদে অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়াকে নিয়োগ দেন। এই নিয়োগ গত ১৭ অক্টোবর থেকে কার্যকর হয়। সর্বশেষ অধ্যাপক কাশেম ইউআইইউ’র উপ-উপাচার্র্য পদে দায়িত্বরত ছিলেন। ইউআইইউতে যোগদানের আগে তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বিভাগের প্রধান ও বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রকসহ বেশ কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি ইউআইইউতে এক বছর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে অধ্যাপক কাশেম বুয়েটের বুয়েট ইনস্টিটিউশনাল সিস্টেম (বিআইআইএস) নামক একটি সফটওয়্যার তৈরিতে নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 July 2025 Saturday 2:22 pm
ইউআইইউর নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া
করপোরেট কর্নার,শিক্ষা ♦ প্রকাশ: