ইউএস ওপেন: শেষ ষোলোতে ফেদেরার জোকোভিচ

ক্রীড়া ডেস্ক: বছরের শেষ গ্র্যান্ড সøাম ইউএস ওপেনে দুর্দান্ত ছুটছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। সেই ধারাবাহিকতায় গত পরশু নিজ নিজ ম্যাচ জিতে তারা জায়গা করে নিয়েছেন এ টুর্নামেন্টের শেষ ষোলোতে।
তৃতীয় রাউন্ডের ম্যাচে ফেদেরার ৬-২, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন ড্যান এভান্সকে। অন্যদিকে আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেনিস কুদলাকে ৬-২ সেটে হারিয়েছেন জোকোভিচ। গত বছরের ইউএস ওপেনে শেষ ষোলোতে থামতে হয়েছিল ফেদেরারকে। এবার আর সেই ভুলে পা দিতে চান না তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফেদেরারের প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের ১৫তম বাছাই ডেভিড গোফিন। এদিকে জোকোভিচের সামনে চতুর্থ রাউন্ডে অপেক্ষা করছেন সুইস তারকা স্তানিসলাস ওয়ারিঙ্কা, যিনি ইতালির পাওলো লোরেঞ্জিকে হারিয়েছেন ৬-৪, ৭-৬ (১১-৯), ৭-৬ (৭-৪) গেমে।
গত পরশু মেয়েদের এককে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামসও। চেক প্রজাতন্ত্রের কারোলিন মুচোভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা বছরের শেষ গ্র্যান্ড সøামের চতুর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত করেছেন।