বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে চলতি বছরের নভেম্বরে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৬ আসনের তিনটি ড্যাশ ৮কিউ৪০০-সহ মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে। নতুন দুটি বোয়িং ৭৩৭-৮০০-এ আটটি বিজনেস ক্লাস ও ১৫৯টি ইকোনমিক ক্লাসের আসনসহ মোট ১৬৭টি আসন রয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
নভেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে পর্যায়ক্রমে ইউএস-বাংলা এয়ারলাইনসের পঞ্চম ও ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমানবহরে যুক্ত হতে যাচ্ছে। নতুন বোয়িং ইউএস-বাংলার বহরে যুক্ত হতে যাওয়ায় অধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সহজ হবে। এছাড়া বর্তমানে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইটসংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি