ইউক্রেনকে আরও সামরিক সহায়তার অনুমোদন যুক্তরাষ্ট্রের

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের সামরিক সহায়তার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় দেয়া হবে, যেন দ্রুত ইউক্রেনে পৌঁছায়। খবর: সিএনএন।

বিবৃতিতে বলা হয়েছে, এ প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাড়াতে সহায়তার সরঞ্জাম রয়েছে।

গত শুক্রবার টুইট বার্তায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শত্রুর ক্ষেপণাস্ত্র আমাদের স্বাধীনতার লড়াই থামাতে পারবে না। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের পাশে রয়েছে।

এর আগে গত অক্টোবরের শেষের দিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তখন পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের জানান, প্যাকেজের মধ্যে রয়েছে হিমার্স প্রিসিশন রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের ১৫৫ মিমি আর্টিলারি রাউন্ড, অ্যান্টি-আরমার সিস্টেম, ছোট অস্ত্র গোলাবারুদ এবং চারটি স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ সহায়তা প্যাকেজটি ২০২১ সালের শুরু থেকে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের মোট নিরাপত্তা সহায়তা প্রতিশ্রুতির ১৮ দশমিক ৫ বিলিয়ন (এক হাজার ৮৫০ কোটি) ডলারের বেশি। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করার পর থেকে প্রায় ১৮ বিলিয়ন (এক হাজার ৮০০ কোটি) ডলার সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ ত্বরান্বিত করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। বিদ্যমান প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ করতে এবং আরও কিছু করার জন্য এগিয়ে আসতে মিত্রদের প্রতি আহ্বান জানায় বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলারের মানবিক এবং সামরিক সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও কিয়েভকে সর্বাত্মক সহায়তা করছে।