ইউক্রেনকে এবার সামরিক সহায়তার ঘোষণা ফ্রান্সের

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনকে এবার কয়েক ডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো ব্যবহারের জন্য ইউক্রেনের সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি। খবর: আল-জাজিরা।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে সামরিক ও অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার ফ্রান্সও সেই পথে হাঁটছে।

গত রোববার রাতে ফ্রান্স সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর ফ্রান্স সরকার এমন ঘোষণা দিল। ফ্রান্সের এলিসি প্রাসাদে এক নৈশভোজেও অংশ নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কিকে সম্মানজনক শার্লেমেন পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইমানুয়েল ম্যাখোঁ ও জেলেনস্কি এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান দিয়ে সজ্জিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে ফ্রান্স। তাছাড়া রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নজর দেবে ফ্রান্স।

এর আগে জার্মানিতে সফর করেন জেলেনস্কি। চ্যান্সেলর ওলাফ শুলজ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই ছিল জেলেনস্কির প্রথম জার্মানি সফর। সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ওই ঘোষণার এক দিন পর জার্মানি সফরে যান জেলেনস্কি।

এর আগে গত জানুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট দ্রুত এএমএক্স-১০ যুদ্ধের ট্যাংক ইউক্রেনে পাঠানোর কথা জানান। এএমএক্স-১০ মডেলের অত্যাধুনিক এই ট্যাংকে চার সেনা একসঙ্গে বসতে পারেন। লাইট ট্যাংক বিভাগের এ যুদ্ধযান দ্রুত চলতে পারে। তবে সেই যুদ্ধযান কবে এবং কীভাবে পাঠানো হবে, সেসব নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি কতগুলো ট্যাংক পাঠানো হবে, তাও অস্পষ্ট।  জেলেনস্কিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে আরও আগে ইউক্রেনকে হাউইৎজার মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেমের মতো অস্ত্র দিয়েছিল ফ্রান্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার দুই দিনের মাথায় ন্যাটোর সদস্য হিসেবে রোমানিয়ায় ৬০০ সেনাসদস্য পাঠানোর ঘোষণা দেয়। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় ফ্রান্স। সেই থেকে কিয়েভকে সহায়তা করে আসছে প্যারিস।