Print Date & Time : 28 August 2025 Thursday 1:22 am

ইউক্রেনকে সমর্থন দেওয়ার মূল্য দিচ্ছে ইউরোপ: ন্যাটো

শেয়ার বিজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার মূল্য ইউরোপকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। আজ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফ’কে ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার—আমরা ইউক্রেনের পাশে আছি। যতদিন প্রয়োজন আমাদের সমর্থন চালিয়ে যাবো।’

রুশ আগ্রাসন প্রতিরোধে কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘কাজটি সহজ নয়। এ বিষয়ে জোট সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

আসন্ন শীত ইউরোপের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনকে সমর্থন করার মূল্য আমরা দেব। রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নিষেধাজ্ঞার কারণে বিষয়টি আরও জটিল হয়েছে।’

তার মতে, ‘ইউক্রেনকে আরও বহু বছর সমর্থন দিয়ে যেতে হবে। তবে এর জন্য আমাদের মূল্যও গুণতে হবে ‘