ইউক্রেনীয় শস্য রপ্তানির মেয়াদ বাড়ল

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনার পর শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে গত শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর কানাক্কালে এক বক্তৃতায় জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে চুক্তির মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি। খবর: আল জাজিরা।

রাশিয়া বলছে, আগামী ৬০ দিনের জন্য শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রাশিয়া বলেছে, মে মাসের মাঝামাঝির পর চুক্তির মেয়াদ আর বাড়বে কি না, তা পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভর করছে। অপরদিকে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী বলেছেন, চুক্তিটি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত বছরের জুলাইয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তিটি হয়। একই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। এরপর জুলাইয়ে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ নামের শস্য চুক্তি স্বাক্ষর হয়। গত বছরের নভেম্বরে চুক্তিটি আরও ১২০ দিনের জন্য নবায়ন করা হয়।

এর আওতায় ইউক্রেনের তিনটি কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ১১ মিলিয়ন (১ কোটি ১০ লাখ) টনের বেশি কৃষি পণ্য পাঠানো হয়েছে, যার মধ্যে ৪ দশমিক ৫ মিলিয়ন (৪৫ লাখ) টন ভুট্টা এবং ৩ দশমিক ২ মিলিয়ন (৩২ লাখ) টন গম ছিল।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারে রাশিয়ার খাদ্যপণ্য এবং সারের প্রসারের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পাশাপাশি দ্য ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তিটি বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহকারী দেশ। রাশিয়া শীর্ষস্থানীয় সার রপ্তানিকারক দেশও। ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সোলস্কি বলেন, জাতিসংঘের ত্রাণ কর্মসূচির জন্য তার দেশ প্রায় ৫ লাখ টন গম সরবরাহ করেছে। কৃষ্ণ সাগর রপ্তানি চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকে ক্ষুধার হাত থেকে রক্ষা করার একটি সুযোগ এটি।