Print Date & Time : 28 August 2025 Thursday 6:47 pm

ইউক্রেনের অর্ধেক শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

শেয়ার বিজ ডেস্ক: জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মতে, রাশিয়ার আগ্রাসনে এক মাসের মধ্যে ইউক্রেনের অর্ধেকের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। খবর: রয়টার্স।

ইউক্রেনে ৭৫ লাখ শিশু রয়েছে। তাদের প্রায় ৪৩ লাখ শিশু গৃহহীন হয়েছে।

ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিশুদের সবচেয়ে দ্রুতগতিতে বাস্তুচ্যুত হয়ে পড়ার কারণ এই যুদ্ধ।

ইউনিসেফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাস্তুচ্যুত হয়ে পড়া শিশুদের প্রায় ১৮ লাখ প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী হয়েছে। আর ২৫ লাখ শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) হিসাব অনুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনে ৭৮ শিশু নিহত ও ১০৫ শিশু আহত হয়েছে। তবে এই হিসাব শুধু জাতিসংঘের হাতে আসা তথ্যের ভিত্তিতে করা। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ক্যাথেরিন রাসেল বলেন, এটা ভয়াবহ মাইলস্টোন, যার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে পড়তে পারে।

ইউক্রেন যুদ্ধে অনেক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। দেশটিতে মৌলিক সেবা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। গত চার সপ্তাহে ইউক্রেনের স্বাস্থ্যসেবার ৫২টি অবকাঠামোয় হামলার তথ্য নথিভুক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া ইউক্রেনের শিক্ষা মন্ত্রণালয় পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার দাবি করেছে।

ইউনিসেফ জানায়, শিশুরা যেসব অবকাঠামোর ওপর নির্ভর করে, অর্থাৎ হাসপাতাল, স্কুল ও বেসামরিক আশ্রয় কেন্দ্রে কখনোই হামলা হওয়া উচিত নয়।