ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত মস্কোর

শেয়ার বিজ ডেস্ক:রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোয় গতকাল রোববার ভোরে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওই ড্রোন হামলাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। খবর: রয়টার্স।

মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, নগর কর্তৃপক্ষের দুটি কার্যালয় হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনটি ড্রোনের মধ্যে একটি শহরের উপকণ্ঠে ভূপাতিত করা হয়েছে। অপর দুটি ড্রোন ভূপাতিত হয়েছে একটি অফিস এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। গতকাল মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ৩০ জুলাই সকালে কিয়েভ সরকার মস্কো শহরে চালকবিহীন বিমান দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটারের মধ্যে থাকা রুশ এলাকাগুলোয় চলতি বছর কয়েকটি ড্রোন হামলা হয়েছে। এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে থাকে মস্কো। এই এলাকায় অনেক আকাশচুম্বী ভবন রয়েছে এবং এর মধ্যে একটি ভবনে রাশিয়ার তিন মন্ত্রী বসবাস করেন বলে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি না হলেও ড্রোন হামলার বিষয়টি রাশিয়ার জন্য অস্বস্তিকর। কেননা তারা জনগণকে জানিয়েছে, রাশিয়া পুরোপুরি সুরক্ষিত রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার কারণে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল।

তবে এক ঘণ্টার কম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ড্রোন হামলার কারণে একই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছিল।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেডোরভ বলেছেন, আরও ড্রোন হামলা চালানো হতে পারে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।