শেয়ার বিজ ডেস্ক: রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কের পুরো যুদ্ধক্ষেত্রে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা। মস্কোর এখনকার যুদ্ধ পরিকল্পনা দেখে ক্রেমলিন তার আগের প্রত্যাশা ছোট করে এনেছে বলে ধারণা বিশ্লেষকদের। অক্টোবরে ইউক্রেনের যে চার অঞ্চলকে পুতিন ভূখণ্ডভুক্ত করে নিয়েছিলেন, রুশ বাহিনীর লক্ষ্য এখন কেবল সেটুকুতেই নিবদ্ধ বলে জানাচ্ছেন তারা। রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে এখন বাখমুত আর আভদিভকা শহরের কাছে তুমুল লড়াই চলছে বলে ওই অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কোর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার রুশ বাহিনীর হামলায় দোনেৎস্কে পাঁচ বেসামরিক মানুষ নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন কিরিলেঙ্কো। তিনি বলেন, পুরো যুদ্ধক্ষেত্রে গোলা ছুড়ছে তারা এবং রুশ বাহিনী লিমানের দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।
নভেম্বরেই কিয়েভ বাহিনীর কাছে লিমানের দখল হারিয়েছিল রুশরা। ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে সেনা পাঠানোর পর একপর্যায়ে পূর্ব ও দক্ষিণের বিশাল ভূখণ্ড দখল করে নিলেও সেপ্টেম্বরের পর থেকে ক্রমাগতভাবে পিছুই হটতে হচ্ছে পুতিনবাহিনীর। তবে অন্যান্য অঞ্চলে পিছু হটলেও দোনেৎস্কে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত ছিল।
বৃহস্পতিবার বাখমুত ও দোনেৎস্কের অন্যান্য অঞ্চল এবং প্রতিবেশী লুহানস্ক প্রদেশে ইউক্রেনীয় বাহিনীও রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
গতকাল ইউক্রেনের জেনারেল স্টাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভবাহিনী ইউক্রেনের দক্ষিণে আধা ডজন শহরে রুশ বাহিনীর স্থাপনা ও সেনা অবস্থানে হামলা চালিয়েছে, যাতে অন্তত ২৪০ সেনা আহত এবং তিনটি গোলাবারুদের ডিপো ও বিপুলসংখ্যক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে এ যুদ্ধের মধ্যেও মস্কো পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। দুই পক্ষের মধ্যে বন্দিবিনিময়ও চলছে।
ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তির বিনিময়ে মস্কো যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে ছেড়ে দিয়েছে।
হোয়াইট হাউস পরে বলেছে, রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় হলেও ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার তার কোনো বদল হবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনে আগামী বছর অতিরিক্ত অন্তত ৮০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা পাঠানোর একটি বিল পাস হয়েছে।