Print Date & Time : 7 July 2025 Monday 8:44 pm

ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত অন্তত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা এলাকায় এই স্কুলটি অবস্থিত । স্কুলটিতে ৯০ জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলেন।

রোববার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, বেলোগোরোভকা এলাকার একটি স্কুলে রাশিয়ার বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন মানুষ সম্ভবত মারা গেছেন।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

সেরহি হাইদাই আরও বলেন, জরুরি সেবার কর্মীরা ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন। অবশ্য লুহানস্ক অঞ্চলের গভর্নরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

এদিকে ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোমা হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।