Print Date & Time : 6 September 2025 Saturday 11:59 pm

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিত্যাগ করবে বিএসসি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রকেট হামলায় বাংলাদেশ শিপিং কর্পারেশনের (বিএসসি) ‘এম.ভি বাংলার সমৃদ্ধি’ নামে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউক্রেনের অলিভিয়া পোর্টে জাহাজটি আটকে পড়লে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি বীমা নীতির অধীনে আছে।

গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে সক্ষম হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।

জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নূর-ই-আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।