Print Date & Time : 8 July 2025 Tuesday 8:49 am

ইউক্রেনে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি এখনও দেশটির প্রেসিডেন্ট। যুদ্ধ চলাকালে নির্বাচন হোক, চান না তিনি। যুক্তরাষ্ট্রও চায়, ইউক্রেন যুদ্ধবিরতি ঘোষণা করে তারপর নির্বাচন আয়োজন করুক। খবর: সিএনএন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা কিথ কেলগ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসন্ন মাসগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে তারপর এ বছরের শেষে নির্বাচন আয়োজন করতে পারে ইউক্রেন। কেলগ বলেন, ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল। সেটি এখন সম্পন্ন করা জরুরি। বেশিরভাগ গণতান্ত্রিক দেশ যুদ্ধকালেও নির্বাচন আয়োজন করে। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির পরিকল্পনা করছেন কেলগ ও ট্রাম্প। তবে এখনও পর্যন্ত পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি বা এটি কখন প্রকাশ করা হবে তাও জানাননি ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের এক সাবেক কর্মকর্তা বলেন, ইউক্রেনে নির্বাচনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্বাচন আয়োজনে রাজি করাতে কিথ কেলগ ও হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার পর দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কাজ করবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র মনে করছে, ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে নবনির্বাচিত নেতা মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি নিয়ে আলোচনার দায়িত্ব নিতে পারেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব কিয়েভে কীভাবে গ্রহণ করা হবে তা স্পষ্ট নয়। কেন না জেলেনস্কি এখন নির্বাচনের পক্ষে নয়। তিনি বলেন, যতক্ষণ না যুদ্ধ থামে এবং রাশিয়া থেকে হামলার পুনরাবৃত্তি ঠেকাতে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ইউক্রেন নির্বাচন করতে প্রস্তুত নয়।