ইউক্রেনে রুশ হামলা, নিহত ১৩

শেয়ার বিজ ডেস্ক : রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালিয়েছে। শুক্রবার ভোররাতে চালানো এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মা এবং তার তিন বছরের সন্তানও রয়েছে। দেশটির মধ্যাঞ্চলের নগরী নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ এ তথ্য জানিয়েছে। খবর : বিবিসি।

দেশটির কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় উমান শহরের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১০ জনের প্রাণহানি ঘটে এবং আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দিনিপ্রোতে একজন নারী এবং তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

পুরো ইউক্রেন জুড়েই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজেছে এবং বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চ্যানেল খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইউক্রেনের ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান বলেন, গত ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা। তাৎক্ষণিকভাবে রাজধানীতে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানায় উমানে ১০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন তিনি।