ইউক্রেনে শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আন্তর্জাতিক অঙ্গন থেকে রাশিয়ার ব্যাপক সমালোচনা হচ্ছে। আজ মঙ্গলবার জরুরি সার্ভিসের প্রধান এ কথা জানান। খবর এএফপি’র
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকাল স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যখন হামলা হয়, তখন ব্যস্ত ওই বিপণিবিতানে এক হাজারের মতো মানুষ ছিল। রাশিয়ার কাছে এই বিপণিবিতানের কোনো কৌশলগত মূল্য নেই এবং দখলদার রুশ বাহিনীর জন্য এটা কোনো হুমকি হিসেবেও দেখা দেয়নি। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখে দখলদাররা ক্ষুব্ধ। ইউরোপের ইতিহাসে একে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেন তিনি।
জরুরি সার্ভিসের প্রধান স্যার্গেই ক্র্যাক বলেন, ‘ওই শপিংমলে সোমবারের ক্রেপণাস্ত্র হামলার পর সেখানে প্রধান কর্ম ছিল উদ্ধার কাজ, ধ্বংসস্তূপ সরানো ও আগুন নিয়ন্ত্রণে আনা।’
টেলিগ্রামকে ক্র্যাক বলেন, ‘এখন পর্যন্ত আমরা এ ভয়াবহ হামলার ঘটনায় ১৬ জন নিহত ও ৫৯ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনার তথ্য হালনাগাদ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সব গ্রুপ গুরুত্বসহকারে কাজ করছে। সেখানে সার্বক্ষণিক উদ্ধার কাজ চলছে।’
আক্রান্ত শপিং সেন্টারটি রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান কর্মকর্তা দিমিত্র লুনিন এ আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন।
মধ্য ইউক্রেনে দনিপার নদীতীরের এই শিল্প-কারখানাসমৃদ্ধ শহরটিতে প্রায় দুই লাখ ২০ হাজার লোক বাস করে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।