রয়টার্স ও এপিকে ‘অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা’ আখ্যা
শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি করতে রাজি না হলে দেশটিতে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বন্ধ করে দেয়া হতে পারে, এমন খবর প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। ইলন মাস্ক রয়টার্সের এ সংবাদকে মিথ্যা বলে আখ্যা দিয়ে বলেছেন, রয়টার্স মিথ্যা বলছে। খবর: দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।
মাস্ক তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, এটি মিথ্যা। রয়টার্স মিথ্যা বলছে। এ সময় তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ‘অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা’ আখ্যা দিয়ে বলেন, তারা অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডার (এপি) পরেই অবস্থান করছে—এরা পুরোনো ঘরানার মিথ্যাবাদী সংবাদমাধ্যম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা প্রকাশ্যে ইউক্রেনের খনিজ সম্পদ পাওয়ার ব্যাপারে খোলাখুলি আগ্রহ দেখিয়েছেন। তবে সম্প্রতি সামনে এসেছে, যুক্তরাষ্ট্র এই খনিজ পাওয়ার ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের আলোচকরা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেশটিতে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার সম্ভাবনা উত্থাপন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনায় স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট অ্যাকসেসের বিষয়টি উঠে আসে। স্টারলিংক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবং দেশটির সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্ত করার প্রচেষ্টার বিষয়ে বিভক্ত এবং কিছু আইনপ্রণেতা মাস্কের হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই ও ফেডারেল সংস্থাগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মেলিন্ডা হারিং বলেন, ইউক্রেনের সামরিক কৌশলের মূল স্তম্ভ হিসেবে ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক অপরিহার্য। তিনি বলেন, স্টারলিংক হারানো হবে এক বিরাট পরিবর্তনকারী ঘটনা। তিনি উল্লেখ করেন, ড্রোন ব্যবহার ও আর্টিলারি শেলের ক্ষেত্রে ইউক্রেন এখন রাশিয়ার সঙ্গে ১: ১ অনুপাতে আছে। ইউক্রেনের ড্রোনের ব্যাপক বৈচিত্র্য রয়েছে, যার মধ্যে সমুদ্র ড্রোন, নজরদারি ড্রোন এবং দূরপাল্লার মনুষ্যবিহীন বিমান উল্লেখযোগ্য।
গত বছরের শরতে ইউক্রেন কর্তৃপক্ষ দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে মিত্রদের বিনিয়োগ উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছিল। এটি ছিল জেলেনস্কির ‘বিজয় পরিকল্পনার’ অংশ। যার মাধ্যমে তারা আলোচনায় নিজেদের শক্তিশালী অবস্থানে রাখতে এবং মস্কোকে আলোচনার টেবিলে আনতে চেয়েছিল। ট্রাম্প এই ধারণাকে সমর্থন করে বলেছেন, তিনি চান ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করুক, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ প্রচেষ্টার জন্য আর্থিক সহায়তা দেবে। তবে জেলেনস্কি গত সপ্তাহে এক বিশদ মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ওয়াশিংটন ও মার্কিন কোম্পানিগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজসম্পদের ৫০ শতাংশ মালিকানা চায়। এসব খনিজের মধ্যে গ্রাফাইট, ইউরেনিয়াম, টাইটানিয়াম এবং লিথিয়াম উল্লেখযোগ্য। এর পর থেকে দুই নেতার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।
ট্রাম্প গত বুধবার জেলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলে অভিহিত করেন। এর আগে, জেলেনস্কি বলেন, ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে পড়েছেন। তারও আগে, ট্রাম্প বলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। তাদের যুদ্ধ শুরু করা উচিত হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য মাস্ক হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইউক্রেনে পাঠিয়েছিলেন। ইউক্রেনে তাঁকে তখন নায়ক হিসেবে গণ্য করা হয়েছিল। তবে পরে ২০২২ সালের শরৎকালে অন্তত একবার তিনি দেশটিতে তার কোম্পানির পরিষেবা সীমিত করেন। সে সময় তখন তিনি কিয়েভের যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে সমালোচনামুখর ছিলেন।