Print Date & Time : 12 September 2025 Friday 3:41 pm

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় ব্রিকস

শেয়ার বিজ ডেস্ক: মস্কোকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। খবর: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।

ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবকে সাধুবাদ জানানো হয়েছে এবং বিষয়টি নজরে রাখা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর জানান, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেন সংঘাত শেষ করার জন্য সব প্রয়াসকে ভারত সমর্থন করে। সমাধান এবং সমঝোতার জন্য যে কোনো পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে ভারত।

পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ও তার চারপাশের ঘটনাবলি নিয়ে মন্ত্রীরা নিজেদের জাতীয় অবস্থানের উল্লেখ করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সম্মেলনেও একইভাবে তা জানানো হয়েছিল।

এ ব্যাপারে রাশিয়ার খাদ্যপণ্য ও সারকে বিশ্ববাজারে তুলে ধরা নিয়ে মস্কোর সঙ্গে জাতিসংঘের সচিবালয়ের যে চুক্তিপত্র হয়েছিল, তাকেও মনে করিয়ে দেয়া হয়েছে ঘোষণাপত্রে।

ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন এবং তা ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

আন্তঃসীমান্ত সন্ত্রাস, জঙ্গিদের নিরাপদ স্থান তৈরি ও সন্ত্রাসবাদে পুঁজি জোগানের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করতে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে উদ্যোগী হওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাÑএই পাঁচ দেশের জোট ব্রিকস। এ জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, বন্ধু দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ও জোটের সদস্যসংখ্যা বাড়ানোর লক্ষ্যে তারা কাজ করছে।

এজন্য গত শুক্রবার সৌদি আরব, ইরানসহ এক ডজনের বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিকসের সম্মেলনে যোগ দেন।

আগামী আগস্টে ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে অংশ নিতে সদস্যদেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জোটটি মূলত পশ্চিমের দেশগুলোর ক্রমবর্ধমান ভূরাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। আগস্টে অনুষ্ঠেয় সম্মেলনের আগাম প্রস্তুতি হিসেবে সদস্যরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা কেপটাউনে বৈঠক করেন।