নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থানে (ক্রেডিট রেটিং) ‘এএ’ পেলো ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএ’। ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০১৬ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ছয় শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল তিন টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৭৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ১২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
২০১৪ সালের সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের সমান। ওই সময় ইপিএস হয়েছিল দুই টাকা ৯২ পয়সা এবং এনএভি ছিল ২৫ টাকা ৭৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৭৭ পয়সা ও ২৩ টাকা ৮২ পয়সা। ওই বছর কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল ১১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাতে ৯ দশমিক ৭৪ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১০ দশমিক ৮২। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪২ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৯৮ লাখ টাকা।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির এক হাজার ২০৬টি শেয়ার মোট ছয়বার লেনদেন হয়। এর বাজারদর ছিল ৩৬ হাজার টাকা। শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে দশমিক ৯৮ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩০ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩০ টাকা ৩০ পয়সা।