শেয়ার বিজ ডেস্ক : ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের নিট মুনাফা হয়েছে ৫৬২ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এটি ছিল ৯৩৪ মিলিয়ন ডলার। অর্থাৎ সংস্থাটির মুনাফা কমেছে প্রায় ৩৯ দশমিক ৮ শতাংশ। খবর রয়টার্স।
মঙ্গলবার প্রকাশিত প্রতিষ্ঠানটির প্রতিবেদন মতে, চতুর্থ প্রান্তিকে আগের বছরের একই সময়ে যাত্রী ইউনিটপ্রতি আয় কমেছে ১ দশমিক ৬ শতাংশ।
২০১৬ সালে সংস্থাটির নিট আয় কমে হয়েছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। আগের বছর এটি ছিল ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। নতুন শ্রম আইনে সংস্থাটির কর্মীদের মজুরি বৃদ্ধি, নি¤œ যাত্রীভাড়া ও কর বৃদ্ধির কারণে নিট মুনাফা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চতুর্থ প্রান্তিকে অবশ্য প্রতিষ্ঠানটির মোট আয় আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। ওই সময় মোট আয় হয়েছে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, ২০১৫ সালের একই প্রান্তিকে যা ছিল ৯ দশমিক শূন্য ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয়ও পূর্বাভাসের তুলনায় বেড়েছে। চতুর্থ প্রান্তিকে ইউনাইটেড এয়ারের শেয়ারপ্রতি আয় ছিল ১ দশমিক ৭৮ ডলার। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন ১ দশমিক ৭৩ ডলার।
ইউনাইটেড এয়ারের প্রেসিডেন্ট স্কট কিরবি এক বিবৃতিতে বলেছেন, মূল্য ও চাহিদা হিসাবে চতুর্থ প্রান্তিকে আমরা অর্থপূর্ণ উন্নতি দেখেছি। চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউনিটপ্রতি আয় অনেকটা স্থির থাকবে বলে আশা করা হচ্ছে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকে শিকাগোভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি যাত্রী ইউনিটপ্রতি আয় ১ শতাংশ বৃদ্ধি বা ১ শতাংশ হ্রাসের মধ্যে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৩১ ডিসেম্বর শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে ইউনাইটেড এয়ারের পরিচালন মুনাফা কিছুটা বেড়েছে। ওই সময় পরিচালন মুনাফা হয়েছে ৭ দশমিক ৭৬১ বিলিয়ন ডলার।